Site icon Amra Moulvibazari

করোনার এই দুঃসময়ে শেখ হাসিনার ওপর আস্থা রাখার আহবান-ওবায়দুল কাদের

করোনার এই দুঃসময়ে শেখ হাসিনার ওপর আস্থা রাখার আহবান-ওবায়দুল কাদের

করোনার এই দুঃসময়ে সংকটের সাহসী নেত্রী শেখ হাসিনার উপর আসতা রাখার আহবান জানিয়েছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সকালে তার সরকারি বাস ভবনে বিফ্রিংয়ে সচেতনতা ও রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদারের পরামর্শ দেন তিনি।

আরো ও বলেন, কারো সামান্য অবহেলা অন্য শতজনের জীবন নাশের যেন কারণ না হয় । আমরা সংক্রমন লুকিয়ে না রেখে আমরা যেন সাথে সাথে টেষ্ট করাই। নিজ উদ্বোগে আইসোলেশনে থাকি। নিজে বাঁচি, পরিবারকে,সমাজকে বাঁচাই।

Exit mobile version