Site icon Amra Moulvibazari

পশ্চিম উপকূলে উত্তর কোরিয়ার ৬টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ

পশ্চিম উপকূলে উত্তর কোরিয়ার ৬টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ


যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া নিয়ে চলমান উত্তেজনার মাঝেই ফের মিসাইল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। শুক্রবার (১০ মার্চ) এ তথ্য নিশ্চিত করে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। খবর রয়টার্সের।

খবরে বলা হয়, বৃহস্পতিবারে ওই মহড়ায় পশ্চিম উপকূল থেকে সল্প মাত্রার ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। নিজেদের যেকোনো হুমকি মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত বলে দাবি করে পিয়ংইয়ং। এদিন নিজে উপস্থিত থেকে মিসাইল পরীক্ষা পর্যবেক্ষণ করেন দেশটির সর্বোচ্চ শাসক কিম জং উন। সাথে ছিলেন তার মেয়েও। একের পর এক পারমানবিক অস্ত্রের পরীক্ষা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া।

সম্প্রতি অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের ফের সামরিক মহড়ার ঘোষণার পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান কিম। ওয়াশিংটনের এসব কর্মকাণ্ডকে হুমকি হিসেবে উল্লেখ করে যথাযথ জবাবের হুঁশিয়ারি দেন এ নেতা।

এটিএম/



Exit mobile version