Site icon Amra Moulvibazari

‘ছোট ব্যাংকগুলোর সুরক্ষায় প্রস্তুত আছে যুক্তরাষ্ট্র’

‘ছোট ব্যাংকগুলোর সুরক্ষায় প্রস্তুত আছে যুক্তরাষ্ট্র’


প্রয়োজনে ছোট ব্যাংকগুলোর সুরক্ষায় প্রস্তুত আছে যুক্তরাষ্ট্র। নিশ্চিত করা হবে আমানতকারীদের অর্থের নিরাপত্তা। মঙ্গলবার এ আশ্বাস দেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

তিনি বলেন, একই সপ্তাহে দু’টি ব্যাংকের বিপর্যয়ের পরই সতর্ক হয়েছে কর্তৃপক্ষ। নেয়া হয়েছে জরুরি পদক্ষেপ। তিনি দাবি করেন- বেশ কিছু কঠোর পদক্ষেপের কারণে আরও স্থিতিশীল হয়েছে যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থা।

জ্যানেট ইয়েলেন আরও বলেন, যুক্তরাষ্ট্র প্রায় দু’সপ্তাহ আগে দু’টি ব্যাংকের সমস্যার কথা জানতে পারি। সামগ্রিক অর্থনীতি বা ব্যাংকিং ব্যবস্থাকে যাতে প্রভাবিত না করে, তাই জরুরি ব্যবস্থা নিয়েছি। প্রথমত আমরা ফেডারেল রিজার্ভের সাথে আলোচনার ভিত্তিতে আমানতকারীদের অর্থের সুরক্ষা নিশ্চিত করেছি। দ্বিতীয়ত ব্যাংকগুলোকে তারল্য সহায়তার ব্যবস্থা করেছি।

সম্প্রতি দেউলিয়া ঘোষণা করা হয় যুক্তরাষ্ট্রের বড় দু’টি ব্যাংককে। যা আতঙ্ক ছড়ায় পুরো বিশ্বে। ব্যাপক প্রভাব পড়ে শেয়ারবাজারে।

ইউএইচ/



Exit mobile version