Site icon Amra Moulvibazari

ঈদের ছুটিতেও চলবে মেট্রোরেল, জেনে নিন সময়সূচি

ঈদের ছুটিতেও চলবে মেট্রোরেল, জেনে নিন সময়সূচি


ঈদুল ফিতর উপলক্ষ্যে মেট্রোরেলের সময়সূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়েছে। ঈদের দিন সকালে চলবে না মেট্রোরেল। এদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে মেট্রো।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে।

এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে, ২০ এপ্রিল থেকে ঈদের পরদিন পর্যন্ত পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি উপলক্ষ্যে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও এই ৯টি স্টেশনে থেমে এবং বিপরীতক্রমে প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে। তবে শুধু ঈদুল ফিতরের দিন বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে।

অবশ্য ঈদের পরদিন থেকে আবারও সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে আগারগাঁওয়ে ৯টি স্টেশনে থেমে এবং বিপরীতক্রমে ১০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে। তবে সাপ্তাহিক বন্ধের দিন (মঙ্গলবার) মেট্রোরেল চলবে না।

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন। পরের দিন থেকে মেট্রোরেল সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়।

এসজেড/



Exit mobile version