Site icon Amra Moulvibazari

চট্রগ্রামের ‘রেড জোনে’ লকডাউন শতভাগ করা হবে – মেয়র

চট্রগ্রামের ‘রেড জোনে’ লকডাউন শতভাগ করা হবে – মেয়র

করোনা সংক্রমন ঠেকাতে এবার বন্দর নগরীর রেড জোন ঘোষিত এলাকায়,লকডাউন শতভাগ কার্যকর করা হবে । এমনটাই জানিয়েছেন চট্রগ্রাম সিটির মেয়র আ জ ম নাছির উদ্দিন।

তিনি আরোও বলেন,লকডাউন বাস্তবায়নে বিভিন্ন সংস্খার সমন্বয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে ।তিনি বলেন উপর থেকে যে নির্দেশনা আছে তা আমরা হুবহু করবো। আমরা শতভাগ সফল হওয়ার লক্ষ ক্ষনিকের আমরা লকডাউন করবো ।পর্যায়ক্রমে বসে আমরা সিদ্ধান্ত নিব।একসাথে সব ওয়ার্ডকে করবো কি না খন্ডিত ভাবে এক বা একাধিক ভাবে করবো।

Exit mobile version