Site icon Amra Moulvibazari

নির্বাচন থেকে হঠাতে চাইছে রাজনৈতিক প্রতিপক্ষরা: ইমরান খান

নির্বাচন থেকে হঠাতে চাইছে রাজনৈতিক প্রতিপক্ষরা: ইমরান খান


যেকোনো মূল্যে নির্বাচনী মাঠ থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হঠাতে চাইছে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিরা। বৃহস্পতিবার (৯ মার্চ) বিবিসি উর্দুকে দেয়া সাক্ষাৎকারে ইমরান নিজেই এই অভিযোগ করেন।

একইদিন লাহোর থেকে তেহরিক-ই-ইনসাফের নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ১৪৪ ধারা জারি করে প্রশাসন। সহিংসতায় দলীয় এক কর্মী নিহতের ঘটনায় র‍্যালি-সমাবেশ বন্ধ ঘোষণা করেন ইমরান খান। সেই ইস্যুতেই বিবিসির প্রশ্নের মুখোমুখি হন তিনি। জানিয়েছেন, নতুন সেনাপ্রধানের সাথে তার এবং পিটিআই এর সম্পর্ক স্বাভাবিক। কিন্তু সামরিক সমর্থন নিয়ে ক্ষমতায় আসার প্রয়োজন নেই তার দলের। দেশের কল্যাণে চোর-দুর্নীতিবাজ ছাড়া সবার সাথেই সংলাপে বসতে প্রস্তুত তিনি। আগামী ১৬ মার্চ দেশটির পার্লামেন্টের ১২৭টি আসনে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।

ইমরান খান বললেন, অর্ন্তবর্তী সরকারের কাজই হলো নির্বাচন অনুষ্ঠিত করা। তারা তো নির্বাচিত সরকার না। তাহলে তারিখ ঘোষণার পর কীভাবে তারা নিষেধাজ্ঞা আরোপ করে? সামনে নির্বাচন, অথচ কোনো প্রচার-প্রচারণা চালানো যাবে না। পুরো বিষয়টাই হাস্যকর। সে কারণেই র‍্যালি ও সমাবেশ না করার সিদ্ধান্ত নিয়েছি। সরকারকে নির্বাচন বানচালের বিন্দুমাত্র সুযোগ দিতে চাই না।

/এমএন



Exit mobile version