Site icon Amra Moulvibazari

জ্বালানি ফুরিয়ে যাওয়ায় শুক্রবার ছুটি ঘোষণা শ্রীলঙ্কার

জ্বালানি ফুরিয়ে যাওয়ায় শুক্রবার ছুটি ঘোষণা শ্রীলঙ্কার


ছবি: সংগৃহীত

স্বাধীনতার পর সবচেয়ে খারাপ অর্থনৈতিক সময় পার করা শ্রীলঙ্কার জনজীবন স্থবির হয়ে পড়েছে। তীব্র অর্থনৈতিক সংকটে
জ্বালানি বাঁচাতে দেশটি শুক্রবারকে ছুটি হিসেবে ঘোষণা করেছে। খবর এনডিটিভির।

জানা যায়, দ্বীপ রাষ্ট্রটির সরকার যানবাহন চলাচল কমাতে সরকারি অফিস এবং স্কুলগুলোতে শুক্রবার ছুটি ঘোষণা করেছে। এর ফলে রাজধানী কলম্বো এবং এর আশপাশের অনেক রাস্তায় দেখা দিয়েছে নির্জনতা। এদিকে হাজার হাজার যানবাহনকে জ্বালানির জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

গেল বৃহস্পতিবার দেশটির বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা বলেন, বকেয়া অর্থ প্রদান না করায় রাষ্ট্র-চালিত সিলন পেট্রোলিয়াম কর্পোরেশন নতুন জ্বালানি মজুদের জন্য দরপত্র পায়নি।

এর আগে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেন, আগামী ছয় মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, চীন ও ভারতের কাছ থেকে ৬ বিলিয়নের মত সাহায্যের প্রয়োজন হতে পারে।

এটিএম/



Exit mobile version