Site icon Amra Moulvibazari

করোনা চিকিৎসায় ICU অধিগ্রহন নিয়ে হাইকোর্টের আদেশ সোমবার

করোনা চিকিৎসায় ICU অধিগ্রহন নিয়ে হাইকোর্টের আদেশ সোমবার

সারাদেশের সকল আইসিইউ সরকারের অধিগ্রহণ এবং সেন্ট্রাল মনিটরিং বিষয়ে হাইকোর্টের আদেশ আজ সোমবার । পাশাপাশি ফেরত না পাঠিয়ে সাধারণ রোগীদের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা এবং পুরো ঢাকা শহরে লকডাউন ঘোষনার নির্দেশনা চেয়ে রিট দু’টি আদেশও হবে সোমবার ।

করোনা পরিস্থিতিতে ফেরত না পাঠিয়ে সাধারণ রোগীদের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে করা রুটের শুনানি শেষ বিচারপতি ইনায়েতুর রহিমের আদালতে এই বিষয়ে আজ সোমবার এ বিষয়ে আদেশ দিবেন ।

হৃদরোগে যারা আক্রান্ত তারা বিভিন্ন হাসপাতাল ঘুরছেন এবং হাসপাতাল থেকে ফেরত দেয়া হচ্ছে । এই বিষয়গুলো চারজন আইনজীবী নজরে আনেন । আইনজীবীরা হলেন- অ্যাডভোকেট এএম জামিউল হক ফয়সাল, মো. নাজমুল হুদা, মোহাম্মাদ মেহেদী হাসান এবং ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।

পরে মহামান্য হাইকোর্ট ডিভিশন করেন এবং আইনজীবীদের রিট করা শুনানি অন্তে আজ সোমবার আদেশ শুনানির জন্য দিনটি রেখেছেন । পাশাপাশি সারাদেশের সকল আইসিইউ সরকারের অধিগ্রহণ এবং সেন্ট্রাল মনিটরিং এর বিষয়ে হাইকোর্টের আদেশ ও সোমবার ।

এ সময় বেসরকারী হাসপতালের ডাক্তারের সাথে কথা বললে তিনি বলেন , প্রাইভেট হসপিটাল সমূহের আইসিইউ গুলি অধিগ্রহন করা না হলে আমাদের রোগীদের রাস্তায় ঘুরতে ঘুরতে মৃত্যু বরণ করতে হবে ।

একই সাথে কোভিড ১৯ এর বিস্তার ঠেকাতে ঢাকা শহরে লকডাউন ঘোষনার নির্দেশ এবং পর্যাপ্ত Hyperoxia Oxygen cenal সংগ্রহের নির্দেশনা চেয়ে রিটের ও আদেশ সোমবার ।

করোনার মহানারিতে রোগীদের সুচিকিৎসার ব্যবস্থাপনা চেয়ে যে আদালতে যে আবেদনগুলো করা হয়েছে । সেখানে আবেদনকারীরা প্রত্যাশা রাখেন আদালতের পক্ষে থেকে একটি সঠিক নির্দেশন পাওয়ার ।

Exit mobile version