Site icon Amra Moulvibazari

রাজধানীতে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

রাজধানীতে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত


প্রতীকী ছবি।

রাজধানীর বিদ্যুৎ ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন। বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুল জলিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তা পার হওয়ার সময় সেঁজুতি পরিবহনের একটি বাস জলিলকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত জলিলের গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জে। ঢাকায় তিনি শাহ সিমেন্ট কোম্পানির ট্রাক চালাতেন। পুলিশ জানিয়েছে, ঘাতক বাসটি এরইমধ্যে জব্দ করা হয়েছে। তবে, বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন।

/এমএন



Exit mobile version