Site icon Amra Moulvibazari

সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের আট নেতাকর্মী আটক

সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের আট নেতাকর্মী আটক


সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (৩ এপ্রিল) ভোররাতে সদর উপজেলার খানপুর জামে মসজিদ থেকে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, সেখানে নাশকতার পরিকল্পনায় গোপন মিটিং করছিল তারা।

আটককৃতরা হলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর নুরুল হুদা (৬২), জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল হাসান (৫০), সদর উপজেলা যুবদল আহ্বায়ক নজরুল ইসলাম (৪০), জামায়াত নেতা জামশেদ আলম (৬০), ফজর আলী সানা (৬৪), হাফিজ সরদার (৬০), মোশাররফ হোসেন (৬২) ও শিবির নেতা মিন্টু (৩০)।

সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, নাশকতার পরিকল্পনায় ভোররাতে মসজিদের ভেতর গোপন মিটিং করছিল তারা। গোপন খবরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার অভিযোগে মামলা হয়েছে।

এএআর/



Exit mobile version