Site icon Amra Moulvibazari

নোয়াখালীতে পাওয়ার টিলার চাপায় ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালীতে পাওয়ার টিলার চাপায় ব্যবসায়ীর মৃত্যু


নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে ইটবাহী পাওয়ার টিলারের চাপায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত হৃদয় মজুমদার (৩০) উপজেলার ৭ নম্বর পূর্ব চরবাটার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরমজিদ গ্রামের রাখাল মজুমদারের ছেলে। পেশায় তিনি একজন ব্যবসায়ী ছিলেন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের চরজব্বার পুলিশ ফাঁড়ি সংলগ্ন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের উদ্দেশে রওনা হন হৃদয়। এ সময় মোটরসাইকেলটি চরজব্বার পুলিশ ফাঁড়ি সংলগ্ন ব্রিজের কাছে পৌঁছালে সামনে থাকা পাওয়ার টিলারটি হঠাৎ ব্রেক ফেল করে। এতে পাওয়ার টিলারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় হৃদয়ের।

বিষয়টি নিশ্চিত করেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ। তিনি বলেন, দুর্ঘটনার শিকার ট্রাক্টর ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ঘটনার পর চালক কৌশলে পালিয়ে যায়। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসজেড/



Exit mobile version