Site icon Amra Moulvibazari

ইসরায়েলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি যুবক নিহত

ইসরায়েলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি যুবক নিহত


পবিত্র রমজান মাসেও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন-নিপীড়ন। রোববার (২ এপ্রিল) ইহুদি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২ ফিলিস্তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, পশ্চিম তীরে সেনাবহরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গাড়ি চালাচ্ছিল এক হামলাকারী। তাকে থামাতে গুলি ছুড়লে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ব্যক্তি। তাকে ২৩ বছর বয়সী মোহাম্মদ বারাদিয়া হিসেবে শনাক্ত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

এর আগে, আল আকসার কাছেই আরেক যুবক মোহাম্মদ আল ওসাইবিকে (২৬) গুলি করে হত্যা করা হয়। ওসাইবি একজন মেডিকেল শিক্ষার্থী ছিলেন। অভিযোগ, পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে গুলি ছুড়েছিলেন তিনি।

চলতি বছরের প্রথম তিন মাসেই ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন ১০০শ’র কাছাকাছি ফিলিস্তিনি।

ইউএইচ/



Exit mobile version