Site icon Amra Moulvibazari

ইউরো সেমিতে গোলদাতার নামে পিৎজা দোকান

ইউরো সেমিতে গোলদাতার নামে পিৎজা দোকান


নারী ইউরো জয়ী ইংল্যান্ড দলের খেলোয়াড়ের নামে পিৎজা দোকানের নাম রাখলো মালিক। পরবর্তীতে জানা যায়, যুক্তরাজ্যের লিডসের ওই পিৎজা দোকান আসলে ছিল ডোমিনোজ পিৎজার একটি ফ্রাঞ্চাইজি দোকান।

সেমিফাইনালে সুইডেনের সাথে জয়ের পরই অবশ্য আর ফাইনালের জন্য অপেক্ষা করেননি পিৎজা দোকানের মালিকটি। সেমিফাইনালে জয়সূচক গোলটি করা লুচি ব্রোঞ্জের নামে দোকানের নাম রেখে দেন তিনি। মূলত ফুটবলে ক্যারিয়ার শুরু করার আগে নিজের পড়াশুনার খরচ চালাতে পিৎজা দোকানে কাজ করতেন ব্রোঞ্জ। তাই তার নামেই নিজের দোকানের নাম রেখে দিলেন সেই দোকান মালিক।

/এমএন



Exit mobile version