Site icon Amra Moulvibazari

মাহমুদউল্লাহর বিদায়ী ম্যাচ আজ

মাহমুদউল্লাহর বিদায়ী ম্যাচ আজ


ফাইল ছবি

ভারত সিরিজের শেষ টি টোয়েন্টিতে আজ মাঠে নামবে বাংলাদেশ। আগেই দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়ে ফেলা টাইগারদের এই ম্যাচ প্রাপ্তিও আছে। এই ম্যাচটি জিতলে মাহমুদউল্লাহকে বড় উপহারই দেয়া হবে। কেননা, আজই যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টানবেন সাইলেন্ট কিলার। হায়দরাবাদে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়ার রিপোর্ট। তবে ম্যাচ পণ্ড হবার সম্ভাবনা কম। রাজিব গান্ধি স্টেডিয়ামের উইকেট ব্যাটিং সহায়ক। এখানে হওয়া দুটি ম্যাচের প্রথমটি হয়েছিল ২০১৯ সালে। যেবার অজিদের দেয়া ১৮৭ রানের টার্গেট ৬ উইকেট হাতে রেখে জিতেছিলে ভারত।

দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ২০৭ রান করেও জিততে পারেনি। এটাতেও ৬ উইকেটের জয় পায় স্বাগতিকরা। তবে ব্যাটিং সহায়ক পিচ হলেও এখানে দাপট থাকে স্পিনারদের। তাই বাংলাদেশ একাদশে পরিবর্তন আসতে পারে। অভিষেক হবার সম্ভাবনা আছে বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের।

বাংলাদেশের মিডলঅর্ডারের বড় ভরসা রিয়াদ। তাই শেষ ম্যাচেও তার কাছ থেকে বড় কিছুর আশা করতেই পারেন টাইগার ভক্তরা।

/এনকে



Exit mobile version