Site icon Amra Moulvibazari

চট্টগ্রামে নিখোঁজের এক সপ্তাহ পর দুই কন্যা শিশু উদ্ধার

চট্টগ্রামে নিখোঁজের এক সপ্তাহ পর দুই কন্যা শিশু উদ্ধার


সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মহাতব উদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামে নিখোঁজের এক সপ্তাহ পর দুই কন্যা শিশুকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ এপ্রিল) রাতে নগরীর খুলশি ও চাঁন্দগাও এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

সোমবার (৩ এপ্রিল) সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মহাতাব উদ্দিন চৌধুরী এ তথ্য জানান।

পুলিশ জানায়, গত ২৭ মার্চ রাতে নগরীর খুলশী সেগুনবাগান এলাকা থেকে নিখোঁজ হয় ৯ বছর বয়সী জন্নাত। শিশুটিকে লালন-পালন করা সংক্রান্ত দ্বন্দের কারণে সে নিখোঁজ হয় বলে দাবি পুলিশের।

অন্যদিকে গত ২৮ মার্চ মায়ের সাথে রাগারাগি করে নগরীর হালিশহরের বাসা থেকে বেরিয়ে যায় ৮ বছর বয়সী মায়েশা। নিখোঁজের পর এক ব্যক্তি তাকে রাস্তা থেকে নিজের বাসায় নিয়ে রাখেন। মায়েশার নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে ওই ব্যক্তি তাকে থানায় দিয়ে আসেন।

প্রসঙ্গত, সন্তানদের প্রতি বাবা-মায়ের আরও যত্নবান হওয়ার তাগিদ দেন পুলিশ কর্মকর্তারা।

এএআর/



Exit mobile version