স্টাফ করেসপন্ডেন্ট, ফেনী:
ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খন্দকারকে গ্রেফতার করেছে ফেনী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৩ মে) বিকালে রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফেনী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) স্বদীপ রায় জানান, তার বিরুদ্ধে দণ্ডবিধি ও বিস্ফোরক আইনে ৮টি মামলায় গ্রেফতারি ফরোয়ানা জারি রয়েছে।
তিনি জানান, তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় আরও মামলা থাকতে পারে। মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার টার্গেট করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের গ্রেফতার করছে। সেই ধারাবাহিকতায় এই গ্রেফতার। আমরা মনে করি আন্দোলন সংগ্রাম নস্যাৎ করতে এমন হীন প্রচেষ্টা চালাচ্ছে সরকার। এসব করে আন্দোলন দমানো যাবে না বলেও জানান তিনি।
ইউএইচ/