Site icon Amra Moulvibazari

আইসিসি ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিংয়ে দুইয়ে ফখর; শীর্ষেই রইলো বাবর

আইসিসি ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিংয়ে দুইয়ে ফখর; শীর্ষেই রইলো বাবর


ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ে দুইয়ে উঠে এসেছে পাকিস্তানি ওপেনার ফখর জামান। অপরদিকে, ৮৮৭ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে ব্যাটারদের র‍্যাংকিংয়ে শীর্ষেই রয়েছেন বাবর আজম। খবর আইসিসির ওয়েবসাইট’র।

দ্বিতীয় স্থানে উঠতে আট ধাপ এগিয়ে এসেছেন ফখর। এটাই তার ক্যারিয়ার সেরা র‍্যাংকিং। এর আগে, ২০২১ সালের এপ্রিলে ক্যারিয়ার সেরা সাত নম্বরে উঠেছিলেন তিনি। ফখরের নামের পাশে রয়েছে ৭৮৪ রান।

ছবি: সংগৃহীত

শুধু পাকিস্তানের ব্যাটাররাই নয়, কিউই ব্যাটার ড্যারেল মিচেলও র‍্যাংকিংয়ে এগিয়েছেন। টানা দুই ম্যাচে শতক পেয়েছেন তিনি। যার কারণে ছয় ধাপ এগিয়েছেন মিচেল। তার অবস্থান এখন ৫১তম। আর ল্যাথাম এগিয়েছেন তিন ধাপ (২৯তম)।

ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে অগ্রগতি হয়েছে হারিস রউফের। পাকিস্তানের এই পেসার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে দু’টি ও পরের ম্যাচে ৪ উইকেট নিয়ে ১২ ধাপ এগিয়ে এখন ৫১ নম্বরে। বোলারদের মধ্যে আগের মতোই সবার উপরে অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড। নয় নম্বরে আছেন সাকিব আল হাসান। তবে অলরাউন্ডারদের তালিকায় যথারীতি শীর্ষেই রয়েছেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান।

/আরআইএম



Exit mobile version