Site icon Amra Moulvibazari

মেহেরপুরে বাস চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু, স্থানীয়দের দাবি আত্মহত্যা

মেহেরপুরে বাস চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু, স্থানীয়দের দাবি আত্মহত্যা


অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে স্থানীয়দের ভিড়।

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের পুরনো বাসস্ট্যান্ডে বাস চাপায় অজ্ঞাত এক নারীর (৫০) মৃত্যু হয়েছে। এরই মধ্যে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, আত্মহত্যা করেছেন ওই নারী।

বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই অজ্ঞাত ওই নারী পুরনো বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাফেরা করছিলেন। এ সময় বেশ কয়েকবার তিনি চলন্ত বাসের নিচে ঝাঁপ দেয়ার চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেন। তবে সুযোগ বুঝে একটি চলন্ত বাসের সামনে ঝাঁপিয়ে পড়লে বাসের চাকায় পিষ্ট হয়ে যায় তার মাথা ও মুখমণ্ডল। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন আহম্মেদ বলেন, নিহতের পরিচয় মেলেনি। তার মাথা ও মুখমণ্ডল পিষ্ট হয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসজেড/



Exit mobile version