Site icon Amra Moulvibazari

রাজবাড়ীতে ট্রাক ও গরুসহ আন্তঃজেলা গরুচোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

রাজবাড়ীতে ট্রাক ও গরুসহ আন্তঃজেলা গরুচোর চক্রের ৬ সদস্য গ্রেফতার


রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে অভিযান চালিয়ে আন্তঃজেলা গরুচোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার ক‌রেছে সদর থানা পুলিশ। এসময় চুরি যাওয়া তিন‌টি গরু উদ্ধার ও চুরির কাজে ব্যবহৃত এক‌টি ট্রাক জব্দ করেন তারা।

সোমবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দি‌কে সদর থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ এ তথ্য জানানা।

গ্রেফতারকৃতরা হ‌লো, ফরিদপুর শিবরামপু‌রের শ‌রিফুল শেখ (৩২), ডাঙ্গীর শেখ ফ‌রিদ (৩৫), গুহ লক্ষ্মীপুরের আজিজুল হক ওরফে আকিদুল মোল্লা (৩৪), সন্তোষীর না‌হিদ মিয়া (২৭), তুজারপু‌রের কা‌য়েস মাতুব্বর (২৬) ও খুলনা আড়ৎঘাটের সেলিম শেখ (২৮)।

পুলিশ জানায়, শুক্রবার (৩১ মার্চ) রাতে একটি ট্রাক নি‌য়ে সংঘবদ্ধ আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্যরা রাজবাড়ী সদর উপজেলার নিচতলা দেওয়ান হোটেলের সামনে ট্রাক রেখে খেতে বসে। এসময় চক্রটির উপস্থিতি টের পেয়ে তা‌দের ধাওয়া করে স্থানীয়রা। ওই সময় সবাই পালিয়ে গেলেও চ‌ক্রের ২ সদস্যসহ ট্রাক‌টি আটক ক‌রে স্থানীয়রা। প‌রে গণ‌ধোলাই দি‌য়ে তা‌দের পুলিশে সোপর্দ করে।

পরে আটককৃত দুজনের স্বীকারোক্তি অনুযায়ী রাতে ফরিদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্য ৪ জনকে গ্রেফতার ক‌রা হয়। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানায় পুলিশ।

এএআর/



Exit mobile version