Site icon Amra Moulvibazari

পূজা দেখতে গিয়ে নিখোঁজ ২ শিশুর মরদেহ নদী থেকে উদ্ধার

পূজা দেখতে গিয়ে নিখোঁজ ২ শিশুর মরদেহ নদী থেকে উদ্ধার


চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পূজা দেখতে গিয়ে নিখোঁজ হওয়ার ৯ ঘণ্টা পর মাথাভাঙ্গা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।

শুক্রবার রাতে আলমডাঙ্গা উপজেলার আঠারোখাদা গ্রামে ওই ঘটনা ঘটে। নিহতরা হলো, একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে তাহসিব ইসলাম (৬) এবং হুমায়ুন আলীর ছেলে হুজাইফা হোসেন (৭)।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার জুম্মার নামাজের পর আঠারোখাদা গ্রামের মাথাভাঙ্গা নদীর তীরে দুর্গাপূজা দেখতে যায় তাহসিব ও হুজাইফা। এরপর থেকে নিখোঁজ ছিল তারা। রাত ১০টার দিকে মাথাভাঙ্গা নদীর তীরে তাহসিবের কাপড় দেখতে পান পূজামণ্ডপে দায়িত্বরত এক পুলিশ সদস্য। পরে নদীতে সন্ধান চালিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে গ্রামের লোকজন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া বলেন, এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

/এটিএম



Exit mobile version