Site icon Amra Moulvibazari

আলোর শক্তি সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে ইফতার বিতরণ

আলোর শক্তি সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে  ইফতার বিতরণ

{"subsource":"done_button","uid":"4A12365A-6A61-4DA3-8D82-A17FCA3B0408_1589565283079","source":"other","origin":"gallery","source_sid":"4A12365A-6A61-4DA3-8D82-A17FCA3B0408_1589565283104"}

শাহরিয়ার খাঁন সাকিব: পবিত্র মাহে রমজান উপলক্ষে করোনায় কর্মহীন, অসহায় হতদরিদ্র মানুষের মধ্যে সামাজিক স্বেচ্ছাসেবীসংগঠন আলোর শক্তি সমাজকল্যাণ সংগঠনের পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়।

১৫ মে রোজ শুক্রবার  বিকাল টায় পৌর এলাকার ৮নং এর বিভিন্ন বস্তিতে থাকা হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী তোলে দেয়া হয়েছে ।

 

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিল আলহাজ্ব আয়াছ আহমদ, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক সৈয়দ ওমর ফারুক, মিনু থিয়েটার প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলামসোহেল,আলোর শক্তি সমাজকল্যাণ সংগঠনের উপদেষ্টা জুমায়েদ খাঁন সাগর, ঊষার আলো সমাজকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইদুল ইসলাম মান্না।

 

সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি হৃদয় খাঁন হুমায়ুন, সহ-সভাপতি শাহরিয়ার খাঁন সাকিব, সাধারণ সম্পাদক আব্দুল মন্নান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মামুন, সাংগঠনিক সম্পাদক তাসকিন আহমেদ মিলাদ,যুগ্ম-সাংগঠনিক সম্পাদক শুভ আহমেদ, প্রচার সম্পাদক ইয়াসিন আরাফাত রাজু, মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার বিনা, ক্রীড়া সম্পাদক মামুন খাঁন, সহক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম খোকন, সহ সমাজকল্যাণ সম্পাদক বিল্লাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক শাহ নেওয়াজ ঈশান, সহ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মামুন মিয়া, শিশু বিষয়ক সম্পাদিকা সাদিয়াসুলতানা লিপা , সহ শিশু বিষয়ক সম্পাদিকা ফারজানা আক্তার লিপি, ছাত্র বিষয়ক সম্পাদক লালন মিয়া, সহ ছাত্র বিষয়ক সম্পাদক রুহুল আমিন, ছাত্রী বিষয়ক সম্পাদিকা মারজিয়া খাঁন লিনা, সাংস্কৃতিক সম্পাদক মঞ্জুর হোসেন সোহাগ, সদস্য সজিব খাঁন রিয়াদ, জিহাদ খাঁন, আব্দুল আহাদ প্রমুখ।

Exit mobile version