Site icon Amra Moulvibazari

কুড়িগ্রামে প্রতিপক্ষকে মারতে গিয়ে দোকানের গ্লাসে পা কেটে যুবকের মৃত্যু

কুড়িগ্রামে প্রতিপক্ষকে মারতে গিয়ে দোকানের গ্লাসে পা কেটে যুবকের মৃত্যু


স্টাফ করেসপনডেন্ট, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় গ্লাসে পা কেটে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আবু তালেব নামে একজন পুলিশ হেফাজতে রয়েছেন।

উপজেলার ভাঙামোড় ইউনিয়নের নেওয়াশি বাজারে ঘটনাটি ঘটেছে বুধবার (২৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে। নিহত তাজুল ইসলাম (৩৫) উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ৩নং রাবাইতারী ওয়ার্ডের আজাহার আলী ওরফে কাচুয়া মহাজনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকালে নেওয়াশি বাজারে নিহত তাজুলের চাচাতো ভাই সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমানের সাথে একই ইউনিয়নের নজর মামুদ খন্দকার পাড়ার ইব্রাহীম আলীর ছেলে আবু তালেব (৩৫)-এর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতি হয়। ঝগড়া থামাতে স্থানীয় লোকজন আবু তালেবকে বাজারের আল আমিন ফার্নিচারের দোকানে ঢুকিয়ে দেয়।

হাফিজুরের সাথে হাতাহাতির খবর শুনে নিহত তাজুল ইসলাম উত্তেজিত হয়ে ছুটে আসেন। এ সময় দোকানের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি হয় তালেবের সাথে। এক পর্যায়ে তাজুলের লাথি লাগে দোকানের গ্লাসে। এতে তার পা কেটে যায়। অতিরিক্ত রক্তক্ষরণ হলে স্থানীয়রা তাকে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে রক্তক্ষরণ বন্ধ না হলে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করে। সন্ধ্যা ৬টার দিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাজুলকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের লোকজন তাজুলের লাশ বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালেবকে হেফাজতে নেয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) সুমন রেজা এবং ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমানসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান করছেন।

এই বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান বলেন, ঘটনার তদন্ত করা হচ্ছে। একজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে এখনও কেউ অভিযোগ করেনি।

জেডআই/



Exit mobile version