Site icon Amra Moulvibazari

প্রিমিয়ার লিগে ম্যাচ চলাকালীন ইফতার বিরতি দেয়ার আহ্বান

প্রিমিয়ার লিগে ম্যাচ চলাকালীন ইফতার বিরতি দেয়ার আহ্বান


ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগ এবং ইংলিশ ফুটবল লিগে খেলার মাঝে ইফতার বিরতি দেয়ার আহ্বান জানানো হয়েছে। খবর ইএসপিএন‘র।

প্রতিবেদনে বলা হয়, কান্তে, মোহাম্মাদ সালাহ, গুন্ডোগানসহ আরও অনেক মুসলিম খেলোয়াড় একমাস রোজা রাখবে। রোজা রেখেই তারা খেলা চালিয়ে যাবে। আর এজন্য ইফতারির সময়ে যদি খেলা চলে তাহলে সেসময়ে খেলোয়াড়দের জন্য ইফতারির বিরতি দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

রমজান মাসে ইফতারের সময়ে পানি, এনার্জি জেল বা এর সম্পূরক কিছু দিয়ে ফুটবলাররা যেন রোজা ভাঙতে পারেন, সেজন্য ম্যাচ চলাকালে বিরতি দিতে আহ্বান জানিয়েছে প্রিমিয়ার লিগের রেফারিং বডি।

এছাড়া, ম্যাচের আগে রোজাদার খেলোয়াড়দের চিহ্নিত করতে এবং খেলায় বিরতির জন্য একটি আনুমানিক সময় সম্মত করতেও রেফারিদের নির্দেশনা দেয়া হয়েছে।

/এনএএস



Exit mobile version