Site icon Amra Moulvibazari

আজ থেকে শুরু হলো ট্রেনযোগে ঈদযাত্রা, টিকিট নিয়ে ব্যাপক কড়াকড়ি

আজ থেকে শুরু হলো ট্রেনযোগে ঈদযাত্রা, টিকিট নিয়ে ব্যাপক কড়াকড়ি


‘টিকিট যার ভ্রমন তার’ এই স্লোগানে সোমবার (১৭ এপ্রিল) থেকে শুরু হলো ট্রেনযোগে ঈদযাত্রা। সকাল থেকে ধুমকেতু, চিত্রা, পারাবাত, নীলসাগর ও তিস্তাসহ মোট ছয়টি ট্রেনই যথাসময়ে ছেড়ে গেছে। যাদের কাছে টিকিট আছে, শুধুমাত্র তারাই উঠতে পারছেন ট্রেনে।

এদিকে, গতরাতে কুমিল্লার নাঙ্গলকোটে মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঈদযাত্রার প্রথম দিনে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। এই ট্রেনের যাত্রীরা চাইলে মহানগর প্রভাতিতে যাত্রা করতে পারবে।

আজ থেকে শুরু হওয়া এই ঈদযাত্রায় প্রথমবারের মতো টিকিট নিয়ে কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী টিকিট ছাড়া কাউকে স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকতে কিংবা ট্রেনে উঠতে দেয়া হচ্ছে না। তুলনামূলকভাবে স্বাচ্ছন্দ্যে বাড়ির পথ ধরেছেন যাত্রীরা। ঈদযাত্রার প্রথম দিনে অবশ্য তেমন একটা ভিড় দেখা যায়নি ট্রেনগুলোতে।

এসজেড/



Exit mobile version