Site icon Amra Moulvibazari

তৃতীয় দিনের মতো চলছে জনশুমারি ও গৃহগণনা কর্মসূচি

তৃতীয় দিনের মতো চলছে জনশুমারি ও গৃহগণনা কর্মসূচি


তৃতীয় দিনের মতো চলছে জনশুমারি ও গৃহগণনা কর্মসূচি। বৃষ্টি উপেক্ষা করেও বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন মাঠকর্মীরা।

জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম বিষয়ে অনেকে না জানায় কিছু ক্ষেত্রে বেগ পেতে হচ্ছে কর্মীদের। তবে সকলকে বুঝিয়ে তথ্য নিচ্ছেন তারা। ডিজিটাল পদ্ধতির এই গণনায় প্রত্যেক পরিবারের কাছ থেকে ৩৫টি করে তথ্য নেয়া হচ্ছে।

কর্মকর্তারা জানান, বৃষ্টিতে কিছুটা ভোগান্তি হলেও থেমে নেই জনশুমারির কার্যক্রম। নির্দিষ্ট সময়ের আগেই কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তারা।

মূলত দেশের বর্তমান মোট জনসংখ্যা কত- সেটি জানতেই রেলস্টেশন, লঞ্চ টার্মিনাল ও বাসস্ট্যান্ডসহ সব স্থানে ভাসমান মানুষ গণনাসহ তাদের সম্পর্কে মৌলিক জনমিতিক, আর্থ-সামাজিক ও বাসগৃহসংক্রান্ত তথ্য সংগ্রহের মধ্যদিয়ে শুরু হয়েছে এ জনশুমারি। এর আগে বুধবার (১৫ জুন) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এক অনুষ্ঠানে বহুল প্রতীক্ষিত ষষ্ঠ ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’র উদ্বোধন করেন।

ইউএইচ/



Exit mobile version