Site icon Amra Moulvibazari

নারায়ণগঞ্জে হাত পায়ের রগ কেটে নারীকে হত্যা

নারায়ণগঞ্জে হাত পায়ের রগ কেটে নারীকে হত্যা


সিনিয়র স্টাফ করেসপনডেন্ট, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় নূরজাহান (৪৮) নামের এক নারীকে মাথায় আঘাত করে ও হাত পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে।

বুধবার (৩ মে) বিকেলে শহরের পাইকপাড়া বড় কবরস্থান এলাকার তাদের বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি তাকে হত্যা করা হয়েছে।নিহত নূরজাহান স্থানীয় রমজান মোল্লার স্ত্রী।

স্বজন ও এলাকাবাসী জানায়, নিহতের স্বামী ও ছেলে কাজের জন্য বাইরে ছিল। ছেলের স্ত্রী পরীক্ষা দিতে গিয়েছিল। এ সময় পোড়া গন্ধে প্রতিবেশীরা গিয়ে দেখে রান্নাঘরে রান্না বসানো। কিন্তু বাসায় কেউ নেই। পরে ঘরে নিহতের হাত পায়ের রগ কাটা ও কপালে আঘাতসহ নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। এলাকাবাসী পুলিশকে জানালে পুলিশ ও স্বজনরা গিয়ে লাশ উদ্ধার করে।

যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনিচুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আলামত দেখে এটি হত্যা বলে মনে হচ্ছে। জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে।

ইউএইচ/



Exit mobile version