Site icon Amra Moulvibazari

টঙ্গীতে ছুরিকাঘাতে পোশাককর্মী খুন

টঙ্গীতে ছুরিকাঘাতে পোশাককর্মী খুন


গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক পোশাককর্মী নিহত হয়েছেন। বুধবার (২৭ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) মোহাম্মদ ইলতুৎমিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

৪৫ বছর বয়সী নিহত আবুল কাশেম জামালপুর জেলার ইসলামপুর থানার পাতসী গ্রামের মৃত নুর হোসেনের ছেলে। তিনি স্বপরিবারে মরকুন টেকপাড়া এলাকার মৃত আমিনুল হকের বাড়িতে ভাড়া থাকতেন এবং স্থানীয় নোমান ফেব্রিকস-২ এর সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের শ্যালক সোলয়ামান জানান, রাত ৮টায় কারখানা ছুটির পর বাসায় ফেরার পথে টেকপাড়া হাউজিং সোসাইটির বালুর মাঠে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত আবুল কাশেমের গতিরোধ করে৷ এসময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা-নিরিক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোলায়মান আরও বলেন, কিছুদিন পূর্বে কারখানার একজন শ্রমিকের বিরুদ্ধে এজিএম এর নিকট বিচার দেয় আমার দুলাভাই। ওই ঘটনায় অভিযুক্ত শ্রমিককে চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ। হয়তো ওই ঘটনার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুরুন্নাহার জান্নাত বলেন, হাসপাতালে আনার পূর্বেই ওই পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার বুকের ওপর, পেটের নিচের অংশ ও পিঠে গভীর জখমের চিহ্ন রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) মোহাম্মদ ইলতুৎমিশ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। আশপাশের সিসি ক্যামেরা দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। নিহতের লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

এটিএম/



Exit mobile version