Site icon Amra Moulvibazari

সৌদি আরবের বিশ্ব বাজারে তেল বিক্রি বন্ধ ও অর্থনীতির করুন অবস্থা

সৌদি আরবের বিশ্ব বাজারে তেল বিক্রি বন্ধ ও অর্থনীতির করুন অবস্থা

অর্থনৈতিক বিপর্যয় কাটাতে ব্যয় সংকোচন নীতিমালা কঠোর করছে সৌদি আরব। এর ফলে ১ জুন থেকে বন্ধ হচ্ছে এলাকাভিত্তিক ভাতা ‘লিভিং অ্যালাওয়েন্স ।

পয়লা জুলাই থেকে মূল্য সংযোজন কর তিনগুন বাড়িয়ে করা হচ্ছে ১৫ শতাংশ । সোমবার দেশটির রাষ্টীয় বার্তা সংস্থা জানায় এখবর ।

করোনা মহামারি আর লকডাউনের প্রভাবে সম্প্রতি নজীরবিহীন দরপতন হয় তেলের আন্তর্জাতিক বাজারে ।

ফলে বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ হিসেবে ধস নামে সৌদি আরবের অর্থনীতিতে ।

গেল মার্চে দেশটির কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক রাজস্ব ছিল নয় বছরের সর্বনিম্ন । এ অবস্থায় দীর্ঘমেয়াদে ক্ষতি এড়াতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান।

মিশন ২০৩০ কর্মসূচি ও উন্নয়নমূলক বিভিন্ন মেগা প্রজেক্ট ও অর্থ বরাদ্দ স্হগিত করা হয়েছে।

Exit mobile version