পাঁচ ম্যাচ সিরিজের ৩য় টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদবের দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনীতে ক্যারিবীয়দের ৭ উইকেটে হারিয়ে এগিয়ে গেলো ভারত। ওয়েস্ট ইন্ডিজের করা ৫ উইকেটে ১৬৪ রানের জবাবে এক ওভার হাতে থাকতেই লক্ষ্যে পৌছে যায় রোহিত শর্মার দল।
টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু পায় ক্যারিবীয়রা। ২০ রান করে ব্রেন্ডন কিং আউট হলে ভাঙে ৫৭ রানের জুটি। গতির বৈচিত্র্যে ক্যারিবীয়দের রানের গতিতে লাগাম টানেন হার্দিক পান্ডিয়া ও রবিচন্দ্রন অশ্বিন। এই দুই বোলারের করা ইনিংসে মাঝপথের ৮ ওভারে আসে মাত্র ৪৫ রান। এরপর মায়ার্সের ৭৩ রানে ভর করে লড়াই করার মত পুঁজি পায় স্বাগতিকরা। পুরানের ২২ আর পাওয়েলের ২৩ রানে শেষ পর্যন্ত ১৬৪ রানে থামে তাদের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে ১১ রান করে রিটায়ার্ড হার্ট হন অধিনায়ক রোহিত। অবশ্য এর প্রভাব পড়তে দেননি সূর্যকুমার। তার দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনী ছিল ভারতের ইনিংসের হাইলাইটস। হার্ড লেন্থের বলকে চমৎকার দক্ষতায় অফ সাইড স্কয়ারের পেছন দিয়েই কেবল সীমানা ছাড়া করেছেন তিনি ১২ বার! ইয়র্কার লেন্থের ডেলিভারিগুলোকেও ইনসাইড আউট করে মিড উইকেট দিয়ে পাঠিয়েছেন সীমানার বাইরে।
সূর্যকুমার ক্রিজে থাকার সময় একমাত্র অনিশ্চয়তা ছিল, ছোট টার্গেটের কারণে সেঞ্চুরি পাবেন কিনা! তবে তার ৪৪ বলে ঝড়ো ৭৬ রানেই মূলত জয় নিশ্চিত করে ফেলে ভারত। এই ডানহাতি ব্যাটারের আউট হওয়ার সময় ভারতের দরকার ছিল ৩৩ বলে মাত্র ৩০ রান। শেষ দিকে রিশাভ পান্তের অপরাজিত ৩৩ রানে ১৯ ওভারেই লক্ষ্যে পৌছে যায় তারা। এই জয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেলো ভারত।
আরও পড়ুন: ১৫তম ওভারেই খেলা বদলে যায়: মোসাদ্দেক
/এম ই