Site icon Amra Moulvibazari

ফরাশগঞ্জের শিব মন্দিরে তালা ভেঙ্গে স্বর্ণালংকার লুটপাত

ফরাশগঞ্জের শিব মন্দিরে তালা ভেঙ্গে স্বর্ণালংকার লুটপাত

সিসি ক্যামেরার ফুটেজে চোরদের সনাক্ত করে অভিযানে নেমেছে পুলিশ । তবে এখন ও কাউকে আটক করতে পারেনি । ধারণা করা হচ্ছে আনুমানিক রাত তিনটায় তালা ভেঙ্গে এ দুধুর্ষ ঘটনাটি ঘটে।

মন্দির কমিটির দাবী ১৩০ ভরি রুপা ও ৩ ভরির ও বেশী স্বর্ণের গয়না চুরি হয়ে গেছে ।

এ ঘটনায় সূত্রাপুর থানায় মামলা করে মন্দির কমিটি । অবিলম্বে দায়ীদের গ্রেফতার ও মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানানো হয় ।

Exit mobile version