লকডাউনের পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিদিন প্রায় ৪০০ জনের মাঝে খাবার বিতরন করছে তারা।
পাইলট ফোরামের সদস্যরা জানান,রমজানের শেষ পর্যন্ত এই কার্যক্রম পরিচালনার পরিকল্পনা আছে তাদের । বলেন, করোনা পরিস্থিতি শুরুর পর থেকে কার্যক্রম বন্ধ থাকায়, দিনমজুর ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে খাবার বিতরন কার্যক্রম হাতে নেয় প্রাইভেট ফোরাম ।
দেশের বিভিন্ন এয়ারলাইন্সের প্রায় ৪০০ জন এই ফোরামের সদস্য ।নিজস্ব অর্থায়নে এই কার্যক্রম এগিয়ে নিচ্ছেন পাইলটরা।পাইলট ফোরামের সদস্যদের সাথে কথা বললে তারা জানান,আমাদের ইচ্ছা আছে পুরো রমজান মাসটা আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাবো ।
আমরা এখন আবার নতুন যুদ্ধের মুখামুখি হয়েছি । তাই আমাদের এই যুদ্ধের মুখামুখি করতে হবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ।
এই সময় যদি গরিব-দুঃখীদের পাশে না দাঁড়াই আমরা তাহলে তারা কোথায় যাবে ।