Site icon Amra Moulvibazari

যুদ্ধ শুরুর পর ইউক্রেনের প্রথম শস্যবাহী জাহাজ তুরস্কে পৌঁছেছে

যুদ্ধ শুরুর পর ইউক্রেনের প্রথম শস্যবাহী জাহাজ তুরস্কে পৌঁছেছে


যুদ্ধ শুরুর পর ইউক্রেন থেকে যাওয়া প্রথম শস্যবাহী জাহাজটি তুরস্কে পৌঁছেছে। মঙ্গলবার (২ আগস্ট) রাতে ইস্তাম্বুল বন্দরে নোঙ্গর করে নৌযানটি। জয়েন্ট কো-অর্ডিনেশন সেন্টার-জেসিসির তত্ত্বাবধানে আজ হবে তল্লাশি। খবর রয়টার্সের।

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বুধবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে হবে তল্লাশি। রাশিয়া, ইউক্রেন, তুরস্ক ও জাতিসংঘের প্রতিনিধিরা থাকবেন নজরদারিতে। এরপর নিরাপদ করিডোরের মাধ্যমে লেবাননের উদ্দেশে রওনা দেবে। সোমবার ওডেসা বন্দর থেকে ২৬ হাজার টনের বেশি ভুট্টা নিয়ে রওনা দেয় জাহাজটি।

প্রায় ৩৬ ঘণ্টা পর কৃষ্ণ সাগর থেকে প্রবেশ করে বসফরাস প্রণালীতে। গত ফেব্রুয়ারিতে রুশ হামলা শুরুর পরই বন্ধ হয়ে যায় ইউক্রেনের বন্দরগুলো। আটকা পড়ে লাখ লাখ টন খাদ্যপণ্য। গত মাসে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় হয় মস্কো-কিয়েভ চুক্তি। যার জেরে শুরু হলো পণ্য সরবরাহ। ইউক্রেনের বন্দর ছাড়ার অপেক্ষায় পণ্যবাহী আরও ১৫টি জাহাজ।

/এমএন



Exit mobile version