Site icon Amra Moulvibazari

উত্তর প্রদেশে পুলিশি হেফাজতে নিযার্তনের ভিডিও ভাইরাল, সমালোচনা

উত্তর প্রদেশে পুলিশি হেফাজতে নিযার্তনের ভিডিও ভাইরাল, সমালোচনা


ছবি টাইমস অফ ইন্ডিয়া থেকে সংগৃহীত।

ভারতের উত্তর প্রদেশে পুলিশি হেফাজতে নিযার্তনের ভিডিও ভাইরাল হওয়ার পর, ভারতজুড়ে বইছে সমালোচনার ঝড়। এ ঘটনায় মারধরের প্রশংসা করায় বিজেপি এমপিও পড়েছেন তোপের মুখে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

অথচ, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে এখনো কোন পদক্ষেপ নেয়নি প্রশাসন। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, বিনা অভিযোগে আটক করা হয়েছে নিরাপরাধ বাসিন্দাদের। অবিলম্বে, তাদের মুক্তির দাবি তোলেন তারা।

মোবাইলে ধারণকৃত দুটি ভিডিওতে দেখা যায়- একদল মুসলিমকে বেধড়ক পেটাচ্ছে রাজ্যটির শাহরানপুর থানার পুলিশ। বারবার ক্ষমা চাইলেও, দিচ্ছিলো না ছাড়। সেই ভিডিও ভাইরাল হলে, ‘ বিদ্রোহীদের রিটার্ন গিফট’ শিরোনাম দিয়ে টুইটারে শেয়ার করেন বিজেপি এমপি শলভ ত্রিপাঠি। এ নিয়ে মানবাধিকারকর্মী এবং বিরোধীরা প্রশ্ন তুললেও নিশ্চুপ বিজেপি।

প্রসঙ্গত, গত সপ্তাহ থেকেই, মহানবী হযরত মুহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটুক্তির জেরে ভারতে ছড়িয়েছে বিক্ষোভ-সমাবেশ। পরিস্থিতি মোকাবেলায় পাঁচ শতাধিক মানুষকে আটক করে পুলিশ।

/এসএইচ



Exit mobile version