Site icon Amra Moulvibazari

পিএসজির টানা দ্বিতীয় হারে জমে উঠছে শিরোপার লড়াই

পিএসজির টানা দ্বিতীয় হারে জমে উঠছে শিরোপার লড়াই


ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বিরতি থেকে ফেরার ম্যাচেও পরাজয়ের স্বাদ পেলো মেসি-এমবাপ্পের পিএসজি। লিগ ওয়ানের অলিম্পিক লিওঁ’র কাছে ১-০ গোলে হেরে হোঁচট খেয়েছে ফরাসি জায়ান্টরা। এর ফলে, দুই বছরের বেশি সময় পর লিগে টানা দুই ম্যাচে হারের স্বাদ পেলো ক্রিস্টোফ গালতিয়েরের শিষ্যরা। এর আগে সবশেষ ২০২০ সালের সেপ্টেম্বরে লিগে টানা দুই ম্যাচ হেরেছিল পিএসজি।

নিজেদের ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে লিওঁকে আতিথ্য দেয় পিএসজি। ম্যাচের শুরুতেই বল দখলে রেখে আক্রমণ শানাতে থাকে পিএসজি। ম্যাচের চতুর্থ মিনিটে কিলিয়ান এমবাপ্পের উঁচু করে বাড়ানো বল বক্সের কোণায় ফাঁকায় পেয়ে ক্রসবারের ওপর দিয়ে মারেন ভিতিনহা। এর পাঁচ মিনিট পর এমবাপ্পে নিজেই নষ্ট করেন আরেকটি নিশ্চিত সুযোগ। ডি-বক্সে মেসির সঙ্গে ওয়ান-টু খেলে চিপ শটে গোলরক্ষককে ফাঁকি দেন ফরাসি ফরোয়ার্ড, তবে পোস্টের বাইরে দিয়ে বল চলে যায়।

ছবি: সংগৃহীত

৩৬তম মিনিটে অফসাইডের ফাঁদ ভেঙে ডি-বক্সে ঢুকে পড়েন লিওঁর ফরোয়ার্ড বার্কোলা। কিন্তু শট নেয়ার আগমুহূর্তে পিছলে পড়ে যান তিনি। পাশেই থাকা লাকাজেট শট নিতে ছুটে গেলে তাকে ফাউল করে হলুদ কার্ড দেখেন পিএসজি গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা, পেনাল্টি পায় লিওঁ। স্পট কিক পোস্টে মেরে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করেন লাকাজেট। গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দু’দল।

ছবি: সংগৃহীত

বিরতির পর ডেডলক ভাঙে লিওঁ। ডান দিক থেকে সতীর্থের দূরের পোস্টে বাড়ানো পাস পেয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন বার্কোলা। এর কিছুক্ষণ বাদে বার্কোলার আরও একটি প্রচেষ্টা রুখে দেন পিএসজি গোলরক্ষক। নির্ধারিত সময়ের শেষ মিনিটে এমবাপ্পের জোরালো নিচু শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দলের ৩ পয়েন্ট নিশ্চিত করেন লিওঁ গোলক্ষক।

২৯ রাউন্ড শেষে ২১ জয় ও ৩ ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে পিএসজি। সমান ৬০ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে যথাক্রম লঁস ও মার্সেই। ২৯ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে লিওঁ।

/আরআইএম



Exit mobile version