Site icon Amra Moulvibazari

এই দলটা কিছুদিন একসাথে খেলতে পারলে দারুণ কিছু হবে: মাশরাফী

এই দলটা কিছুদিন একসাথে খেলতে পারলে দারুণ কিছু হবে: মাশরাফী


ছবি: সংগৃহীত

ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো হারিয়েছে টাইগাররা। বুধবার (৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে সাকিব বাহিনী। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ইংলিশ ১৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুই ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ।

বাংলাদেশের এই জয়ে দারুণ উচ্ছ্বসিত মাশরাফী বিন মোর্ত্তজা। তরুণদেরকে নিয়ে দেখছেন নতুন স্বপ্ন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তরুণদের নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এই ক্রিকেটার।

তিনি লেখেন, এই দলটা হারুক জিতুক সবারই উচিত তাদেরকে ব্যাক করা। তরুণদের নিয়ে এই টি-টোয়েন্টি দলটা কিছুদিন একসাথে খেলতে পারলে দারুণ কিছু হবে মনে হয়। অভিনন্দন বাংলাদেশ।

/এনএএস



Exit mobile version