বরিশাল ব্যুরো:
বরিশালের মুলাদী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার দক্ষিণ চরডাকাতিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চরডাকাতিয়া গ্রামের আব্দুল জব্বার খানের আড়াই বছরের মেয়ে সারিকা আক্তার ও সুমন খানের ছয় মাস বয়সী ছেলে আরিয়ান খান। সারিকা ও আরিয়ান সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।
মুলাদী থানার এসআই ইউসুফ আলী জানান, বেলা সাড়ে ১১টার দিকে আরিয়ান ও সারিকা বাড়ির সামনের পুকুর পাড়ে খেলা করছিলো। কিছু সময় পরই তারা নিখোঁজ হয়। দুই শিশুর সন্ধানে বাড়ির আশপাশ ও সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেন স্বজনরা। পরে দুপুর ২টার দিকে শিশুদের মরদেহ পুকুরের পানিতে ভেসে উঠে।
তাৎক্ষণিক তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
এটিএম/