Site icon Amra Moulvibazari

পাহাড়ি দুর্গম অঞ্চলেও খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে সেনাবাহিনী

পাহাড়ি দুর্গম অঞ্চলেও খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে সেনাবাহিনী

করোনা পরিস্থিতিতে জনগণের সেবায় সেনা সদস্যরা রাঙ্গামাটির পাহারি দুর্গম এলাকায় মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন। এতে স্বস্তি ফিরেছে পাহাড়ের অসহায় বাসিন্দাদের মাঝে।

পাহাড়ে শান্তির জন্য দুর্গম অঞ্চলে চষে বেড়ান সেনা সদস্যরা। তবে এখন অস্ত্র পিঠে রেখে মহামারী করোনা ভাইরাস থেকে রাঙ্গামাটির পাহাড়ের বাসিন্দাদের রক্ষায় দুর্গম এলাকা
এলাকায় ছুটে বেড়াচ্ছেন তারা। নিজেদের রেশন বাচিয়ে সেই খাদ্যসামগ্রী কাঁধে নিয়ে অসহায় ও ক্ষুধার্তদের বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন।

সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি সেনাবাহিনী র এই খাদ্য সহায়তা পেয়ে খুশি অসহায় মানুষেরা।

দুর্গম পাহাড়ি গ্রামে সেনাবাহিনীর ত্রাণ বিতরণের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার জনপ্রতিনিধিরা।

দেশের যেকোনো ক্রান্তিকালে জনগণের সেবায় সেনাবাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান সেনা কর্মকর্তারা। চলমান সংকটে রাঙ্গামাটির দুর্গম এলাকায় এপর্যন্ত পাঁচ শতাধিক হত দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে সেনাবাহিনী ।


মাত্র ৭ দিনেই দেশে তৈরী হলো জরুরী প্রয়োজনীয় ভেন্টিলেটর


আমাদের অফিসিয়াল পেইজঃ আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari

Exit mobile version