Site icon Amra Moulvibazari

মাত্র ৭ দিনেই দেশে তৈরী হলো জরুরী প্রয়োজনীয় ভেন্টিলেটর

মাত্র ৭ দিনেই দেশে তৈরী হলো জরুরী প্রয়োজনীয় ভেন্টিলেটর

৭ দিনেই দেশের প্রকৌশলীরা তৈরি করেছেন সেমি অটো ভেন্টিলেটর। মিনিস্টার হাইটেক পার্ক বলছে মুমূর্ষ রোগীর চিকিৎসায় অত্যাবশকীয় এ যন্ত্রটি সপ্তাহে একশো পিস উৎপাদনের সক্ষমতা রয়েছে তাদের। সংকটের এই সময়ে এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে সরকার।

করোনা ভাইরাসের সংক্রমণে দেশে প্রতিনিয়তই বাড়ছে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা। এই পরিস্থিতিতে প্রকট হচ্ছে কৃত্রিম শ্বাস প্রশ্বাস যন্ত্র ভেন্টিলেটরের সংকটও। করোনায় মৃত্যুর হার নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসকরা বরাবরই জোর দিচ্ছেন ভেন্টিলেটর আমদানি ও উৎপাদনে।

সেখানেই এবার সুসংবাদ দিলো দেশীয় ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিনিস্টার গ্রুপ। প্রতিষ্ঠানটি বলছে চূড়ান্ত অনুমোদন পেলে প্রতি সপ্তাহে নূন্যতম একশোপিস ভেন্টিলেটর উৎপাদন সম্ভব। যার দাম থাকবে এক লাখ টাকার নিচে।

প্রথমিকভাবে উৎপাদিত ভেন্টিলেটরের দশ শতাংশ ক্রয় করে বিভিন্ন হাসপাতালে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে এফফিসিসিআই। এ উদ্যোগের প্রশংসা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়ও।

এছাড়া মেডট্রনিকে নকশায় নিজেদের তৈরী ভেন্টিলেটর স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেবে দেশীয় আরেক প্রতিষ্ঠান ওয়ালটনও।
সরকারি-বেসরকারি পর্যায়ে কার্যকর সমন্বয়ের মাধ্যমে যেকোনো দুর্যোগ মোকাবিলা সম্ভব। করোনা ভাইরাসের এই দুঃসময়ে প্রয়োজনীয় ভেন্টিলেটর তৈরী করে তারই প্রমাণ দিচ্ছে বাংলাদেশের বেসরকারি খাতও।

Exit mobile version