Site icon Amra Moulvibazari

সন্তানের জন্মদিনে শাকিব-বুবলীর শুভেচ্ছা

সন্তানের জন্মদিনে শাকিব-বুবলীর শুভেচ্ছা


ছবি: সংগৃহীত

চিত্রনায়ক শাকিব খান ও নায়িকা বুবলীর সন্তান শেহজাদ খান বীরের জন্মদিন আজ (২১ মার্চ)। সন্তানের জন্মদিনে শাকিব খান ও বুবলী দু’জনই সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা আলাদা পোস্ট দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

বুবলী পোস্টে লিখেছেন, জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি এনে দিয়ে আজকের এই দিনে তুমি পৃথিবীতে এসেছিলে বাবা। তোমার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল আমি যেনো স্বর্গে আছি। তোমাকে বুকে নেবার পর কী যে শান্তি লাগছিল। স্বর্গের সুখ বুঝি এমনি হয়।

পোস্টের শেষে তিনি বলেন, তখন অনেক কেঁদেছিলাম বাবা কিন্তু অবশ্যই তা অনেক শান্তি আর সুখের কান্না ছিল। তুমি আমার অক্সিজেন লক্ষীমানিক, আমার পুরো পৃথিবী! অনেক অনেক দোআ আর ভালোবাসা তোমার জন্য। শুভ জন্মদিন আমার কলিজা বাবা।

শাকিব খান নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বীরের একটি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, হ্যাপি বার্থডে বাবা।

/এনএএস



Exit mobile version