Site icon Amra Moulvibazari

জুয়ার নেশায় কোটি টাকা ঋণ; স্ত্রী ও দুই সন্তানকে করলেন হত্যা

জুয়ার নেশায় কোটি টাকা ঋণ; স্ত্রী ও দুই সন্তানকে করলেন হত্যা

রাজধানী ঢাকার দক্ষিণখানে নিজের স্ত্রী ও দুই সন্তান হত্যার দায়ে বিটিসিএল কর্মকর্তা রকিবউদ্দিন লিটনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গত ফেব্রুয়ারিতে তাদের হত্যার পর পলাতক ছিলেন লিটন। গ্রেফতার হওয়ার পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন জুয়ার নেশায় কোটি টাকা ধার করে ভয়ঙ্কর এই হত্যাকান্ড ঘটিয়েছেন তিনি।

গত ১২ই ফেব্রুয়ারি রাজধানীর দক্ষিণখানে এই ঘটনাটি ঘটে। স্ত্রীর মাথায় হাতুরি দিয়ে আঘাত করে হত্যার পর দুই সন্তানকে গলায় রশি দিয়ে শ্বাস রোধ করে হত্যা করেন বিটিসিএল এর সহকারি ব্যবস্থাপক রকিব উদ্দিন আহমেদ লিটন।

কেন এই নৃশংস হত্যা করলেন ? রকিব জানান, অনলাইনে ও বিভিন্ন জায়গায় জুয়া খেলতেন তিনি। জুয়া খেলতে গিয়ে কোটি কোটি টাকার ঋণে জড়িয়ে গেছেন তিনি। তা শোধ করার ভয়ে পরিবারের সবাইকে হত্যা করে আত্মহত্যার পরিকল্পনা ছিল তার।

খুনের দুইদিন পর তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ। সেখানে থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। যেখানে লেখা ছিল সবাইকে মুক্তি দিয়ে গেলাম এরপর আমার লাশ মিলবে রেল লাইনে। কিন্তু চিরকুট অনুযায়ী আত্মহত্যা করেননি রকিব। পাগলের ছদ্মবেশে গা ঢাকা দেয় সে। প্রায় দুই মাস ধরে খুঁজে অবশেষে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

সরকারি চাকরির পাশাপাশি অনলাইনে বিভিন্ন ব্যবসার লোভে জুয়ার ফাদে পা দেয় রকিব, এমন তথ্য জানায় পুলিশ।

Exit mobile version