Site icon Amra Moulvibazari

যুদ্ধ বন্ধের দাবিতে বিশ্বজুড়ে বিক্ষোভ-আন্দোলন

যুদ্ধ বন্ধের দাবিতে বিশ্বজুড়ে বিক্ষোভ-আন্দোলন


যুদ্ধ বন্ধের দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে অব্যাহত রয়েছে রুশ বিরোধী বিক্ষোভ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানিসহ বিভিন্ন দেশে জমায়েত হন সাধারণ মানুষ। তাদের দাবি, ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধ হোক। অবশ্য যুদ্ধের স্থায়ীত্বের জন্য পশ্চিমা দেশগুলোর পাশাপাশি ন্যাটোকেও দায়ী করছে একাংশ। খবর আল জাজিরার।

রুশ-্‌ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্ণ হয়েছে। এই এক বছরে প্রাণ হারিয়েছে অসংখ্য মানুষ। আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের মোড়ও ঘুরেছে। তবে শুরু থেকেই এ যুদ্ধ বন্ধ করতে আন্দোলন-বিক্ষোভ চালিয়ে আসছেন সাধারণ নাগরিকরা। শনিবারও বিভিন্ন দেশে প্লাকার্ড, পোস্টার নিয়ে পুতিন বিরোধী স্লোগান দিতে থাকেন তারা। ইউক্রেনের প্রতি সমর্থন জ্ঞাপন করেন এসব বিক্ষোভকারীরা। দ্রুত সেনা প্রত্যাহারের মাধ্যমে সংঘাত বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশাও করেন তারা।

এদিকে, ইউক্রেনের সমর্থনে কানাডার ভ্যানকুভার শহরে জমায়েত হন বহু মানুষ। চলমান এ যুদ্ধের জন্য তারা সামরিক জোট ন্যাটোকে দোষারোপ করেন। পশ্চিমাদের ইন্ধনেই বছর ব্যাপী এ যুদ্ধ চলছে বলে দাবি করেন তারা। এছাড়া ইউক্রেনে সামরিক সহায়তার নিন্দাও জানানো হয়। সংঘাত বন্ধের জন্য পশ্চিমা নেতাদের জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা।

এসজেড/



Exit mobile version