তিনবছর আগে ইউক্রেনের আন্তর্জাতিক ফ্লাইট ভূপাতিত করার অপরাধে ইরানের ১০ সেনাসদস্যকে কারাদণ্ড দিলেন দেশটির আদালত। রোববার (১৬ এপ্রিল) এ রায় ঘোষণা করা হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে এক জন কমান্ডারকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বাকি ৯ সেনাসদস্যকে ১ থেকে ৩ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। খবর আল আরাবিয়ার।
এই রায়ে ‘তোরাস-এম ওয়ান’ ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য মিসাইল সিস্টেমের কমান্ডারকে মূল আসামি হিসেবে শনাক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া এবং হত্যাকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছরের কারাদণ্ড শোনানো হয়। একইসাথে, নিহতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়ারও নির্দেশ আসে।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ জানুয়ারি, ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ‘পিএস-সেভেন ফাইভ টু’ ফ্লাইটটি যাত্রা শুরু করে। উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে মিসাইল ছুড়ে ভূপাতিত করা হয় বিমানটি। পরপর দুটি মিসাইল ছোড়া হয় যাত্রীবাহী ওই বিমানকে লক্ষ্য করে। এতে প্রাণ হারান ১৭৬ আরোহীর সবাই। মামলাটির বাদী ছিলেন ১১৭ জন। যাদের মধ্যে ৫৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছেন আদালত।
এসজেড/