স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:
আওয়ামী লীগে থাকলে হয় হিরো, এখন হয়ে গেছে জিরো। গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী প্রসঙ্গে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এমন মন্তব্য করেছেন।
বুধবার (৩ মে) দুপুরে টঙ্গীর থানা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মায়া বলেন, আওয়ামী লীগ থাকা অবস্থায় যে কেউ হিরো থাকেন, কিন্তু আওয়ামী লীগ থেকে যদি কাউকে বাদ দেয় বা ছেড়ে দেয় তাহলে সে জিরো হয়ে যায়।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী নির্বাচনের মাঠে থাকতে পারবে না। আগামী ৯ মে থেকে প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লায় নৌকার জন্য ভোট চাইতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।
মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতাকর্মীরাসহ গাজীপুর জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইউএইচ/