Site icon Amra Moulvibazari

অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্নে গাজীপুরে তিতাসের অভিযান

অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্নে গাজীপুরে তিতাসের অভিযান


গাজীপুর প্রতিনিধি:

দীর্ঘদিন ধরে অবৈধভাবে সংযোগ লাইন স্থাপন করে তিতাস গ্যাস ব্যবহার করছে এমন তথ্যে গাজীপুরে শ্রীপুর উপজেলার আনসার রোড এলাকায় অভিযান পরিচালনা করছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির জয়দেবপুর আঞ্চলিক বিপণন শাখা।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল থেকে শ্রীপুর উপজেলার আনসার রোডের পূর্ব ও পশ্চিম পাশের ৪০টি পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ সময় প্লাস্টিকের পাইপ ও বারবার অবৈধ সংযোগ ব্যবহার করায় মোবাইল কোর্টের মাধ্যমে একজনকে ৫০ হাজার অপর আরেক জনকে ২০ হাজার টাকা জরিমানা করেন গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বিল্লাল হোসেন।

যতদিন পর্যন্ত অবৈধ সংযোগ বন্ধ না হবে ততোদিন পর্যন্ত অভিযান চলমান থাকবে বলে জানান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির জয়দেবপুর আঞ্চলিক বিপণন শাখার ম্যানেজার নৃপেন্দ্র নাথ বিশ্বাস।

ইউএইচ/



Exit mobile version