Site icon Amra Moulvibazari

আইএমএফের ৩০০ কোটি ডলার ঋণ পাচ্ছে শ্রীলঙ্কা

আইএমএফের ৩০০ কোটি ডলার ঋণ পাচ্ছে শ্রীলঙ্কা


ছবি : সংগৃহীত

অর্থনৈতিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কাকে ২.৯ বিলিয়ন বা প্রায় ৩০০ কোটি ডলার বেইলআউট বা ঋণছাড়ের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ। আইএমএফ বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।

খবরে বলা হয়েছে, ঋণছাড় অনুমোদনের পর দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, শ্রীলঙ্কার অর্থনীতি পুনরুদ্ধারে সবচেয়ে বড় সহায়ক হিসেবে কাজ করবে এই ঋণ।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরি জানান, ঋণ পাওয়ার পর শ্রীলঙ্কার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করা হবে। পাশাপাশি জাতীয় বিমান সংস্থাকে বেসরকারিকরণ করা হবে।

প্রসঙ্গত, করোনা মহামারির সময় থেকেই দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় অর্থমন্দা, জ্বালানির দাম বৃদ্ধিসহ নানা সংকট দেখা দেয়। একপর্যায়ে মূল্যস্ফীতি পঞ্চাশ শতাংশ ছাড়িয়ে যায়। সব মিলিয়ে দেশটিতে জীবনযাত্রার ব্যয় অতীতের সব রেকর্ড ছাড়ায়। এমন অবস্থায় ২০২২ সালে দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। যার ফলে পতন হয় রাজাপাকসে সরকারের।

এএআর/



Exit mobile version