Site icon Amra Moulvibazari

স্থগিত এসএসসি পরীক্ষা

স্থগিত এসএসসি পরীক্ষা


প্রতীকী ছবি

সিলেটসহ দেশের কয়েকটি এলাকায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১৭ জুন) ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। পরীক্ষা শুরুর পরিবর্তিত তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। গত বছর পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪৩ হাজার ২৫৪ জন। এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বছরের চেয়ে প্রায় সোয়া দুই লাখ পরীক্ষার্থী কমেছে।

প্রসঙ্গত, এর আগে পদ্মা সেতুর উদ্বোধনের কারণে ২৫ জুনের পরীক্ষা এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হলেও এখন বন্যার কারণে সব পরীক্ষাই স্থগিত হয়ে গেল।

/এসএইচ



Exit mobile version