Site icon Amra Moulvibazari

মৌলভীবাজারে যুবলীগ নেতা নাসেরের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

মৌলভীবাজারে যুবলীগ নেতা নাসেরের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

শাহরিয়ার খাঁন সাকিব: করোনা ভাইরাসের সংক্রমণ ও আতঙ্কে অসহায় অতি দরিদ্র দিনমজুর, অস্বচ্ছল কর্মহীন মানুষের মধ্যে নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন করেছেন মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের যুবলীগ সভাপতি আবু নাসের চৌধুরী রিপন।

রবিবার (৫এপ্রিল) সকালে খলিলপুর ইউনিয়নের দুই-শতাধিক পরিবারের মাঝে চাল, পিয়াজ, আলু, ডাল, তেল, বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় মানবকল্যান ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ডাঃ সুমন কান্তি ধর, বাংলাদেশ ছাত্র ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ইমন চৌধুরী, মৌলভীবাজার ছাত্র কমিউনিটি’র সভাপতি আশরাফ চৌধুরী সাব্বির প্রমুখ।

যুবলীগ নেতা আবু নাসের চৌধুরী রিপন কর্মহীন অসহায় মানুষের মাঝে সরকারের পাশাপাশি নিজ উদ্যোগে সাধারন মানুষের পাশে দাড়ানোর জন্য তিনি সমাজের বিত্ববানদের এগিয়ে আসার আহ্বান জানান।

মৌলভীবাজার ছাত্র কমিউনিটি’র সভাপতি আশরাফ চৌধুরী সাব্বির বলেন, দেশ কান্তি লগ্নে আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরন করছি, এভাবে প্রতিটি বিত্ববান পরিবার যদি এগিয়ে আসে তাহলে কিছুটা হলে অসহায় মানুষ সহযোগিতা পাবে।

Exit mobile version