Site icon Amra Moulvibazari

মাওলানা শামসুল ইসলামকে দেখতে হাসপাতালে জামায়াতের আমির

মাওলানা শামসুল ইসলামকে দেখতে হাসপাতালে জামায়াতের আমির


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি জনাব মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (২৩ অক্টোবর) তাকে দেখতে হাসপাতালে যান আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান।

এ সময় তিনি তার শারীরিক ও চিকিৎসার খোঁজ খবর নেন। তিনি মহান আল্লাহর নিকট মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম এর দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করেন।

এ সময় আমিরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।

এছাড়াও আ.ন.ম শামসুল ইসলাম-এর রোগমুক্তি কামনায় বিকেলে দোয়া মাহফিল করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান দোয়া পরিচালনা করেন। এতে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী, লস্কর মো. তসলিম, কবির আহমাদ, মজিবুর রহমান ভূঁইয়া ও মনসুর রহমান।

আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন, আব্দুস সালাম, মো. মহিব্বুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. আক্তারুজ্জামান, কোষাধ্যক্ষ আজহারুল ইসলাম ও দপ্তর সম্পাদক নুরুল আমিন প্রমুখ।

এএএম/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version