Site icon Amra Moulvibazari

সেমির স্বপ্নভঙ্গ, শেষ ম্যাচে ভালো কিছু করার প্রত্যাশায় জ্যোতিরা

সেমির স্বপ্নভঙ্গ, শেষ ম্যাচে ভালো কিছু করার প্রত্যাশায় জ্যোতিরা


আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে খেলার আর কোনো সমীকরণে নেই বাংলাদেশ। তবে সেমির স্বপ্নভঙ্গ হওয়ার একদিন পরেই দুবাইয়ে নামতে হবে আরও কঠিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। শনিবার (১২ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় প্রোটিয়াদের মুখোমুখি হবে বাংলাদেশ।

টুর্নামেন্ট এখন পর্যন্ত তিন ম্যাচে দুই পরাজয় বাংলাদেশের। পারফরম্যান্সের বিচারে ভালোর চেয়ে মন্দের পাল্লাটাই ভারি। টাইগ্রেস ক্যাপ্টেন জ্যোতিও অবশ্য অকপটে বলে গেলেন কোথায় পিছিয়ে বাংলাদেশ। তিনি মনে করেন ব্যাটিং অর্ডারে সমান্তরাল সাফল্য না থাকার কারণেই ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে আসেনি।

জ্যোতি বলেন, দু’একটা ব্যাটার নিয়ে ম্যাচ জেতা সম্ভব না। দেখা যাচ্ছে টপ অর্ডার ভালো করলে মিডল অর্ডার ভালো করছে না। আবার মিডল অর্ডার ভালো করলে সেদিন স্টার্ট ভালো পাওয়া যাচ্ছে না। এসব স্টেজে দলীয় পারফর্ম না করলে ম্যাচ জেতাটা খুব কঠিন।

জ্যোতি তুললেন কিছু প্রশ্নও। তার মতে প্রশ্নগুলো আসতে হবে নিজেদের ভেতর থেকেই। মানসিকতায় কেনো পিছিয়ে বাংলাদেশ তা ভাবতে হবে প্রত্যেক খেলোয়াড়কেই।

তিনি আরও বলেন, এসব স্টেজে মানসিকভাবে শক্তিশালী থাকাটা বড়। স্কিল তো সবারই কমবেশি থাকে তবে যারা মানসিকভাবে শক্তিশালী তারা এসব পর্যায়ে ভালো করতে পারে।

এদিকে ফলাফল যেটাই হোক শারজায় প্রবাসী বাঙালিদের সমর্থনে বিস্মিত জ্যোতি। কর্মব্যস্ততার মাঝেও দেশকে সাপোর্ট করতে ছুটে আসাটা আপ্লুত করেছে বাংলাদেশ অধিনায়ককে। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো কিছু করাতেই এখন ফোকাস টাইগ্রেসদের।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচ হেরে সেমির স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। তবে সেই ওয়েস্ট ইন্ডিজকেই ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে এবারের আসর শুরু করেছিলো দক্ষিণ আফ্রিকা। তাই টাইগ্রেসদের জন্য প্রোটিয়া বধ যে খুব একটা সহজ হবে না, তা অনেকটাই অনুমেয়।

/এমএইচআর



Exit mobile version