মালয়েশিয়ায় এক বিষাক্ত মাছ খেয়ে মারা গেলেন ৮৩ বছর বয়সী এক নারী। স্বামী বর্তমানে কোমায়। তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। মাছটির নাম ‘পাফার ফিশ’। খবর এনডিটিভির।
শনিবার (২৫ মার্চ) মালয়েশিয়ার জোহোর রাজ্যে এ ঘটনা ঘটে। এই দম্পতির মেয়ে বলছেন, তার বাবা বাজার থেকে এই মাছ কিনে আনেন। যা খেয়ে তার মায়ের মৃত্যু হয়। বাবা আছেন হাসপাতালে। তিনি বলেন, তার বাবা সবসময় বাজারের এক নির্দিষ্ট ব্যবসায়ীর কাছ থেকে মাছ কিনতেন। ফলে এই মাছ নিয়ে তার কোনো সন্দেহ হয়নি।
রাজ্যের হেলথ অ্যান্ড ইউনিটি কমিটির চেয়ারম্যান লিং তিয়ান সুন বলেন, পাফার ফিশটি রান্না করে খাওয়ার পর, ওই নারীর সারা শরীরে কাঁপুনি দেয়া শুরু করে। শুরু হয় শ্বাসকষ্ট। কিছুক্ষণ পর তার স্বামীরও একই অবস্থা শুরু হয়।
চিকিৎসকরা বলেছেন, বিষাক্ত খাবার খাওয়ার ফলে তাদের মস্তিষ্ক ঠিকমতো কাজ করতে পারছিল না। একই সঙ্গে এতে করে শ্বাসকষ্ট শুরু হয়। এটা সম্ভবত হয়েছে পাফার ফিশটির সিগুয়েটেরা টক্সিন বা টেট্রোডোটক্সিন ইনজেশনের ফলে।
এটিএম/